জয়সলমের, রাজস্থান ভ্রমণ গাইড
জয়সলমের ভ্রমণ- জয়সলমের (Jaisalmer) রাজস্থানের প্রসিদ্ধ একটি শহর। জয়সলমের হল ভারতের রাজস্থান রাজ্যের একটি জেলা ও পর্যটন কেন্দ্র। শহরটি গোল্ডেন সিটি বা স্বর্ণ শহর নামে পরিচিত। বিকেলের পড়ন্ত রোদে জয়সলমের শহরটি সত্যিই সোনার শহর বলে মনে হয়। জয়পুর বা যোধপুরের মত রং করা নয়। বাড়িঘর, অফিস, কাছা্রি থেকে মন্দির, দুর্গ — সবকিছুই স্থানীয় স্যান্ডস্টোন দিয়ে […]