টাঙ্গুয়ার হাওর-

বর্ষা এবং শীত, বছরের এ দুটি সময়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ (Tanguar Haor) আপনাকে দু-রকমের অভিজ্ঞতা দেবে। একদিকে বর্ষায় অথৈ সমুদ্রের মত সুবিশাল জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপের মত জনবসতি এবং শীত মৌসুমে সবুজ পাহাড়ের নিচে সবুজ চাদরে ঢাকা বিশাল প্রান্তরের মাঝে টলটলে জলাধার

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ টিপস

ভ্রমণ পরামর্শ

  • খাবারের অংশ বা উচ্ছিষ্ট, প্যাকেট, খোসা বা পাত্র হাওরের পানিতে ফেলবেন না।
  • মাইক ব্যবহার করে বা অন্য কোনো প্রকার শব্দ করা যাবে না।
  • নৌকায় ময়লা আবর্জনা জমিয়ে রাখার জন্য নির্দিষ্ট ঝুড়ি রাখতে হবে।
  • রাতের বেলা অবস্থান করলে অস্বাভাবিক উজ্জ্বল আলো তৈরি করা যাবে না।
  • পাখি বা বন্য প্রাণী লক্ষ্য করে ঢিল ছোড়া যাবে না। বন্য প্রাণীদের নিরাপদ অবস্থান ও চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
  • টাংগুয়ার মাছ, বন্য প্রাণী বা পাখি ধরা যাবে না। এদের জীবন হুমকির মধ্যে পড়ে এমন কোনো কাজ করা যাবে না।
  • হাওরে কোনো গাছপালা, বন জঙ্গল বা লতা পাতার ক্ষতিসাধন করা যাবে না।
  • শামুক, ঝিনুক বা অন্য কোন প্রকার জলজ বা স্থলজ প্রাণী/কীটপতঙ্গের ক্ষতিসাধন করা যাবে না।
  • ভ্রমণকালে হাতে চালিত নৌকার ব্যবহার বাঞ্ছনীয়।
  • হাওর ভ্রমণকালে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নিন। হাওরে বজ্রপাত হলে নৌকার ছৈয়ের নিচে অবস্থান করুন।
  • টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনারা ৪-৫ জন অথবা ৯-১০ জনের গ্রুপ হয়ে যাওয়ার চেষ্টা করবেন।
  • দলে খুব ভালো কোন রাঁধুনী না থাকলে অবশ্যই সাথে একজন বাবুর্চি নিবেন। নয়তো রান্নার আয়োজনে সময় দিতে গিয়ে আপনারা হাওর ভ্রমণ পুরোপুরি উপভোগ করতে পারবেন না। তাছাড়া নৌকাগুলোতে রান্না বেশ কষ্টসাধ্যই বলা যায়।
  • হাওর ভ্রমণে সাথে অবশ্যই ব্যাগের জন্যে ছোট্ট তালা, ছাতা, ক্যাপ, বড় পলিথিন (ভেজা কাপড় রাখতে), সানগ্লাস,  পাওয়ার ব্যাংক, ইউএসবি লাইট/ফ্যান, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র ও প্রয়োজনীয় ঔষধ সাথে নিবেন।
  • হাওরে বৃষ্টি ও বজ্রপাত হলে নিজেদের প্রয়োজনীয় বিধি মেনে সুরক্ষিত রখবেন।
  • নৌকা থেকে বের হওয়ার সময় আপনার ব্যাগ তালা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 
  • অতি কৌতুহলী হয়ে কোন দুঃসাহসিক কাজ করতে যাবেন না। এতে আপনার ভ্রমণ উল্টো বাজে স্মৃতিতে পরিণত হতে পারে।
  • সকল কেনাকাটার পূর্বে দাম জেনে নিবেন এবং দামাদামি করবেন।
  • মাঝি এবং স্থানীয় সকলের সাথে আন্তরিক আচরণ করবেন।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যা যা সাথে নেবেন

  • ব্যাকআপ ব্যটারিসহ ভাল টর্চ লাইট
  • মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
  • চা, পানি বা কফি খাওয়ার জন্য ক্যাম্পিং মগ
  • শীতের সময়ের জন্য চাদর।
  • বর্ষার সময়েরে জন্য রেইনকোর্ট বা ছাতা।
  • ঠান্ডা-জ্বর বা এসিডিটির জন্য নিয়মতি সেবনীয় ওষুধ ও খাবার পানি
  • টয়লেট পেপার ও টিস্যু পেপার।
  • ট্রাভেল ব্যাগ, মোবাইল, ক্যামেরা বৃষ্টির হাত থেকে রক্ষা করার বড় পলিথিন
  • কাঁদা মাটির রাস্তায় চলার মত স্যান্ডেল।
  • সানগ্লাস, টুপি/ক্যাপ/হ্যাট, গামছা (যা সহজে শুকাবে)
  • হাফ প্যান্ট বা হালকা জামাকাপড় যা সহজে শুকায়।
  • রিফিল করা যায় এমন পানির বোতল
  • ফোন/ক্যামেরা রাখার জন্য ওয়াটারপ্রুফ প্লাস্টিক ব্যাগ/জিপলক ব্যাগ
  • পর্যাপ্ত খাবার পানি
  • পাওয়ার ব্যাংক সাঁতার কাটার জন্য অতিরিক্ত কাপড়
  • লাইফ ভেস্ট/জ্যাকেট
  • টর্চলাইট ও ম্যাচ
  • রেইনকোট/ছাতা
  • প্লাস্টিক/রাবারের স্যান্ডেল

বি: দ্র : ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না,চিপস এর প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্হানে ফেলুন।। এই পৃথিবী, আমার, আপনার সুতরাং নিজের দেশ এবং পৃথিবীকে সুন্দর রাখা এবং রক্ষনাবেক্ষনের দায়িত্বও আমার এবং আপনার হ্যাপি_ট্রাভেলিং

ভ্রমণ বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ