কেরালা ভ্রমণ-

কেরেলা মূলত এর চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি বেশ জনপ্রিয়। কেরালা হল সবচেয়ে সুন্দর, মন্ত্রমুগ্ধ এবং চিত্তাকর্ষক স্থানগুলির মধ্যে একটি। জীবনে একবার হলেও এই রাজ্য অন্বেষণ করে আসা উচিত। এর মনোরম আবহাওয়া, রোমান্টিক ব্যাকওয়াটার ক্রুজ, নিরিবিলি শান্ত পরিবেশ, শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং সংস্কৃতি আপনার মন কাড়তে বাধ্য। আর এই কারণেই হয়তো কেরালাকে ঈশ্বরের দেশ বলা হয়। আপনি যদি মালায়লাম মুভি দেখে থাকেন তাহলে হয়তো পর্দায় কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ দেখে থাকবেন। এদের সিনেমাতে আমরা যেসব দৃশ্য দেখে থাকি তার অনেকটাই এই ‘গড’স ওন কান্ট্রি’ নামে পরিচিত কেরালায় ধারণকৃত। বিস্তৃত সবুজ সমুদ্র-উপকূল, শান্ত ব্যাকওয়াটার এবং অসংখ্য স্থাপত্যকলা এবং বিস্ময়কর ঐতিহাসিক নিদর্শন দক্ষিণ ভারতকে প্রাচীনত্ব এবং আধুনিকতার এক মিশ্রণ করে তুলেছে। এক অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য ঘুরে আসুন।

কেরালা ভ্রমণ কারী পর্যটকদের জন্য কিছু টিপস

সঙ্গে কি কি নেবেন

  • ট্রেকিং শু, সানগ্লাস, টুপি বা হ্যাট এবং সানস্ক্রীন লোশন অবশ্যই রাখুন
  • গ্রীষ্মকালে গেলে সুতির জামাকাপড়, কোন বীচে গেলে বীচে পরার মত জামাকাপড়, বর্ষাকালের জন্য ছাতা এবং/অথবা রেনকোট
  • দক্ষিণ ভারতের কিছু মন্দিরে ট্র্যাডিশনাল পোশাক ছাড়া ঢুকতে দেওয়া হয় না, সুতরাং এক সেট এথনিক জমাকাপড় সঙ্গে রাখা ভাল

মুদ্রা
ভ্রমণকারীরা যে কোন পরিমাণে বিদেশী মুদ্রা সাথে নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে বিদেশী মুদ্রা আনার কোন উর্দ্ধ সীমা নেই।

ব্যাংক
কাজের দিনে এবং মাসের প্রথম ও তৃতীয় শনিবার লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকে ১০.০০-৩.৩০ পর্যন্ত। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটির দিন।

ক্রেডিট কার্ড
প্রধান প্রধান হোটেল, রেস্তোরাঁ, এবং শপিং সেন্টারে অধিকাংশ ক্রেডিট কার্ড গ্রহণ যোগ্য।

ভ্রমণের জন্য সবচেয়ে ভাল সময়

হাই সিজন:
সেপ্টেম্বর- মে বর্ষায় পুনর্নবীকরণ প্রোগ্রামঃ জুন- অগাস্ট

ট্র্যাভেল কিট
সূতির পোশাক, টুপি, সানগ্লাস, সানস্ক্রিন লোশন ইত্যাদি।

ড্রাগস
নারকোটিক ড্রাগ থাকলে জেল সহ কঠিন শাস্তি হতে পারে।

আয়ুর্বেদ
শুধুমাত্র পর্যটন বিভাগ কতৃক অনুমোদিত আয়ুর্বেদ আয়ুর্বেদ কেন্দ্রগুলিতেই যান। নামের তালিকা পেতে এখনে ক্লিক করুন।

খাবার
নির্দিস্ট মানের প্রত্যেকটি রেস্টুরেন্টে কন্টিনেন্টাল, চাইনীজ, ইন্ডিয়ান ও কেরালিয়ান খাবার পাওয়া যায়।

এমারজেন্সি নম্বর-

পুলিশ কন্ট্রোল রুম

১০০ ফায়ার স্টেশনঃ  ১০১অ্যাম্বুলেন্সঃ ১০২, ১০৮

পুলিশ হেল্পলাইন

হাইওয়েতে যাতায়াতের সময় (হাইওয়ে অ্যালার্ট নম্বর): 9846 200 100 ট্রেনে যাতায়াতের সময়( রেলওয়ে অ্যালার্ট নম্বর): 9846 200 100 ওয়েবসাইটঃ www.keralapolice.org

মন্দির কোড
কিছু মন্দিরে অহিন্দুদের ঢুকতে দেওয়া হয় না। অধিকাংশ মন্দিরে কড়াভাবে ড্রেস কোড অনুসরণ করা হয়। মন্দিরের ভিতর জুতো পড়ে ঢোকার অনুমতি নেই।

ন্যুডিটি
কেরালার কোন বেলাভূমিতে পোশাকহীন অবস্থায় থাকা বা চলাফেরার অনুমতি নেই।

ধূমপান
পাবলিক প্লেসে ধূমপান নিষেধ।

বাড়িতে জুতো
কেরালার অধিকাংশ বাড়িতে ঘরে ঢোকার আগে বাইরে জুতো ছাড়তে হয়।

পাবলিকের সামনে মনোভাব প্রকাশ
জন্সাধারনের সামনে জড়িয়ে ধরা বা চুম্বন করার চল নেই কেরালায়।

বি: দ্র : ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না,চিপস এর প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্হানে ফেলুন।। এই পৃথিবী, আমার, আপনার সুতরাং নিজের দেশ এবং পৃথিবীকে সুন্দর রাখা এবং রক্ষনাবেক্ষনের দায়িত্বও আমার এবং আপনার হ্যাপি_ট্রাভেলিং

ভ্রমণ বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ