আন্দামান দ্বীপপুঞ্জ ভ্রমণ গাইড
আন্দামান দ্বীপপুঞ্জ ভ্রমণ– আন্দামান দ্বীপপুঞ্জ (Andaman Islands) ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক সময়ে ‘দ্বীপান্তর’-এ পাঠানো হত। ‘কালাপানি’ পেরিয়ে যেতে হত সেই দ্বীপে। সে ছিল এক বিভীষিকা। এখন সেই ‘দীপান্তর’-এর দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটনক্ষেত্র। বর্তমান সময়ের পর্যটকদের কাছে এটি নীল পানির দ্বীপ নামেই বেশি পরিচিত।। আন্দামান দীপপুঞ্জ যা ব্রিটিশদের কাছে কালাপানি নামে পরিচিত ছিলো। চারদিকে নীল […]