দাওয়াইপানি, দার্জিলিং ভ্রমণ গাইড
দাওয়াইপানি ভ্রমণ- দাওয়াইপানি (Dawaipani) দার্জিলিং এর কাছে অবস্থিত এক ছোট্ট সুন্দর অদ্ভুত গ্রাম দাওয়াইপানি, যেখানের প্রতিটি বাঁকে, প্রতিটি বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানি দেয়। দাওয়াইপানি থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার সুস্পষ্ট রূপ। এছাড়া আরো কয়েকটি শৃঙ্গের অপার্থিব রূপ মন ভালো করে দিবে। নামচির চারধাম এবং সামদ্রুপসে মঠ ও স্পষ্ট দেখা যায় দাওয়াইপানি থেকে।। গ্রামটি থেকে […]