মহেশখালী ভ্রমণ গাইড
মহেশখালী ভ্রমণ- মহেশখালী দ্বীপ (Maheshkhali Island) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।।এটা কক্সবাজার জেলার একটি দ্বীপগঠিত উপজেলা যা কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিমি দূরে অবস্থিত। এই দ্বীপটির তিনদিকে বঙ্গোপসাগর এবং একদিক পাতা বাঁকখালী নদী দ্বারা বেষ্টিত। মহেশখালী উপজেলা-মাতারবাড়ি, সোনাদিয়া, ধলঘাটা ও মহেশখালী এ চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত। এ দ্বীপের মৈনাক পর্বতের উপরে রয়েছে আদিনাথ মন্দির। এ দ্বীপের […]