মেঘালয় ভ্রমণ-

মেঘালয় (Meghalaya) মেঘ পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর ভারতের মেঘালয় রাজ্য। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী,লেক ও ছবির মতো সুন্দর গ্রাম,এই সব কিছু মিলেমিশে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি দেয় ভ্রমন প্রেমিদের।। বিশ্বের আর্দ্রতম ও সবথেকে বেশি বৃষ্টিবহুল স্থান মেঘালয়ের চেরাপুঞ্জি। বাংলাদেশের সিলেট সীমান্তের কাছাকাছি অবস্থান ও কম খরচে সহজেই মেঘালয়ের জনপ্রিয় স্থান শিলং,চেরাপুঞ্জি, ও ডাউকির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো যায় বলে পাহাড় ও ঝর্ণা প্রেমীদের কাছে পছন্দের এক জায়গা এই মেঘালয়।।

মেঘালয় ভ্রমণের সঠিক সময়ঃ

পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। তাই এখানকার উঁচু পাহাড়ের বুকে ঝর্ণার শব্দ শোনার বর্ষা কাল সবচেয়ে বেস্ট। সাধারণত মে থেকে অক্টোবর এই সময়ে পর্যটকরা মেঘালয়ে ভীড় জমায়।। তবে শীতের ঠান্ডায়ও পাহাড়ের অন্য রূপ দেখা যায় যদি ও ঠান্ডা পড়ে অনেক বেশি।। তাপমাত্রা ৫-১৫ ডিগ্রির মধ্যে থাকে।। তাই পছন্দ মতো সময় বুঝে শীত বর্ষা যেকোনো সময় ঘুরে আসতে পারেন মেঘালয়।।

অন্যান্য ভ্রমণ টিপস্———————

১..ডলার ভাঙ্গাতে চাইলে শ্যামলী কাউন্টারে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। এছাড়া পুলিশ বাজারের কাছে বেশ কিছু মানি এক্সচেঞ্জের দোকান পাবেন।।

২..টুরিস্ট এলাকায় ডলার ভাঙ্গালে কম দামে পাওয়া যায় এটা মাথায় রাখতে হবে।।

৩..কেনাকাটার প্লান রবিবার ছাড়া করতে হবে..কারন রবিবার সব বন্ধ থাকে।।

৪..মেঘালয়ে যেহেতু বৃষ্টি হয় এবং পাহাড় বেয়ে নেমে ঝর্ণা দেখতে হয়, তাই সঙ্গে সব সময় ছাতা,হালকা রেইনকোট,এবং ভালো গ্রিপের ট্র‍্যাকিং সু নেওয়া ভালো ।।

৫..হাতে বেশি সময় পাবার জন্য সকাল সকাল ইমিগ্রেশন অফিসে যাবার চেষ্টা করবেন।

৬..কেনাকাটার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো শিলং এর পুলিশ বাজার। কেনাকাটা করতে হলে তাই পুলিশ বাজারের বিকল্প নাই।।

বি: দ্র : ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না,চিপস এর প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্হানে ফেলুন।। এই পৃথিবী, আমার, আপনার সুতরাং নিজের দেশ এবং পৃথিবীকে সুন্দর রাখা এবং রক্ষনাবেক্ষনের দায়িত্বও আমার এবং আপনার হ্যাপি_ট্রাভেলিং

ভ্রমণ বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ