মুসৌরি ভ্রমণ টিপস
উত্তরাখণ্ডের পাহাড়ের রাণী হলো মুসৌরি । দেরাদুন হয়েই মুসৌরি আসতে হয়। দার্জিলিং, সিমলা, মানালীর মতো মুসৌরি শৈলশহরে ম্যালকে কেন্দ্র করে হোটেল পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। ম্যালে গাড়ী চলাচল নিষিদ্ধ, রিক্সা চলে অনেক । মুসৌরিতে কোনো ট্যুর ট্রাভেলস দোকান বা কোম্পানি নেই । দেরাদুন আর কেম্পটি দুটো ট্যাক্সি স্ট্যান্ড আছে এবং ইউনিয়ন নির্ধারিত ফিক্সড রেট দিয়ে ট্যাক্সি পাওয়া যায় । এবং মুসৌরির সমস্ত গাড়ী ছোটো গাড়ী । কোনো বড় গাড়ী মুসৌরিতে চলে না । ১৪ কিমি দূরে মধুবন স্ট্যান্ডে কিছু বড় গাড়ী পাওয়া যায় তারা হোটেলে এসে দাঁড়াতে পারে না । এই তথ্য সমস্ত পর্যটকদের মুসৌরি ভ্রমণ এর আগে জেনে রাখা ভালো ।
হোটেল
মুসৌরিতে হোটেল গুলো ম্যাল কেন্দ্রিক । গুগুলে সার্চ করলেই প্রচুর হোটেলের ওয়েবসাইট এবং কন্টাক্ট নাম্বার পাওয়া যাবে ।
গাড়ী
মুসৌরি ভ্রমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো মুসৌরি তে কোনো বড় গাড়ী পাওয়া যায়না । ছোটো গাড়ী ভরসা । দেরাদুন এবং কেম্পটি দুই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ইউনিয়নের ফিক্সড রেটে ছোটো গাড়ী পাওয়া যায়। কেম্পটির কাছে মধুবন স্ট্যান্ডে কিছু বড় গাড়ীর সন্ধান পাওয়া যায়
মুসৌরির উপর আরোও তথ্য
যেহেতু যেকোনও সময় এখানকার আবহাওয়া মোড় নিতে পারে, সেহেতু পর্যটকদের তাদের সঙ্গে পশমী কাপড় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।মুসৌরি ভ্রমণে গিয়ে মাস্ট ডু অ্যাক্টিভিটি গুলি হলো ট্রেকিং, প্যারাগ্লাইডিং , অ্যাঙ্গেলিং, জিপ লাইনিং ইত্যাদি ।
কীভাবে যাবেন
বিমানে – ভারতের যে কোনো বড়ো শহর থেকে পৌঁছে যান দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর । বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন গন্তব্যে ।
ট্রেনে – ভারতের যেকোনো স্থান থেকে ট্রেনে চেপে পৌঁছে যান দেরাদুন রেল স্টেশন । স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ৩৪ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান মুসৌরি ।
বি: দ্র : ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না,চিপস এর প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্হানে ফেলুন।। এই পৃথিবী, এই দেশ আমার, আপনার সুতরাং নিজের দেশ এবং পৃথিবীকে সুন্দর রাখা এবং রক্ষনাবেক্ষনের দায়িত্বও আমার এবং আপনার।। হ্যাপি_ট্রাভেলিং
ভ্রমণ বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ
Comment (0)