দেবতার পুকুর বা মাতাই পুখিরি-
পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ২০ কি.মি দক্ষিণে মহালছরি উপজেলার নুন ছড়িতে দেবতার আর্শীবাদ সরূপ পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক হ্রদ মাথাই পুখিরি অবস্থিত। মাতাই অর্থ দেবতা, পুখিরি অর্থ পুকুর। তাই প্রাকৃতিক সৌন্দর্যের এই হ্রদটিকে দেবতার পুকুর বলা হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালা মুখ থেকে এ হর হ্রদের সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হয়।।সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১০০০ ফুট উচ্চতায় সাড়ে ৫ একর জায়গা জুড়ে এই হ্রদটির অবস্থান।
দেবতার পুকুর বা লেক সৃষ্টির কারন হিসাবে বেশ কিছু কাহিনি প্রচলিত আছে স্থানীয়দের মাঝে। এক জুম চাষী স্বপ্নে দেবতার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে জুম চাষে করে যান। কিছুদিনের মধ্যে এক ভূমিকম্পের পর সবাই দেখতে পায় জুম পাহাড়ের জায়গাটিতে একটা জলাশয় এর সৃষ্টি হয়েছে।। এছাড়া প্রচলিত আছে স্থানীয় বাসিন্দাদের জলের কষ্ট দূর করার জন্য স্বয়ং দেবতা এই পুকুর খনন করেছেন।
আর এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী, প্রকৃতি পূজারী ত্রিপুরা জনগোষ্ঠীর বিশ্বাস ,দেবাতা পুকুরের তলায় গুপ্তধন লুকায়িত আছে যা স্বয়ং দেবতার পাহাড়ায় আছে এবং দেবতার কাছে চাইলে তা পাওয়া যাবে।।প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে তীর্থ আয়োজন করা হয়।পূন্য লাভের আশায় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ দেবতার পুকুরে আসেন।
কিভাবে যাওয়া যায়
ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব ৩১৬ কিলোমিটার ও চট্টগ্রাম থেকে ১০৯ কিলোমিটার। ঢাকার কমলাপুর, সায়েদাবাদ, ফকিরাপুল, কলাবাগান থেকে সরাসরি বাস সার্ভিস রয়েছে খাগড়াছড়িতে। এতে আপনাকে জনপ্রতি ৫২০-৫৫০ টাকা ভাড়া গুনতে হবে। আর এসি বাসে ভাড়া লাগবে ৮৫০-১০০০ টাকা। খাগড়াছড়ি শহর থেকে জীপ, চান্দের গাড়িতে নুনছড়ি হয়ে খাগড়াছড়ি -মহালছড়ি-রাঙামাটি সড়কের কাছে নেমে প্রায় ১৮০০ টি সিঁড়ির ধাপ পেরিয়ে মাথাই পুখিরি যেতে হবে।
কোথায় থাকবেন
খাগড়াছড়িতে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে, হোটেল শৌল্য সুবর্ন, জিরান হোটেল, হোটেল লিবয়ত,চৌধুরী বাডিং,থ্রী স্টার,ফোর স্টার, উপহার,নিলয় হোটেল ইত্যাদি উল্লেখযোগ্য।।
বি: দ্র : ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না,চিপস এর প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্হানে ফেলুন।। এই পৃথিবী, এই দেশ আমার, আপনার সুতরাং নিজের দেশ এবং পৃথিবীকে সুন্দর রাখা এবং রক্ষনাবেক্ষনের দায়িত্বও আমার এবং আপনার।। হ্যাপি_ট্রাভেলিং
ভ্রমণ বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ
Comment (0)