লেপচাজগত ভ্রমণ-
লেপচাজগত (Lepchajagat) দার্জিলিং এর একটি পাহাড় ঘেরা গ্রাম, অফবীট লাভারদের জন্য বেশ জনপ্রিয় স্থান। দার্জিলিং থেকে ১৯ কি.মি দূরে এর অবস্থান। লেপচাজগত দার্জিলিং এবং সুখিয়াপোখারির মধ্যে অবস্থিত। ব্রিটিশরা আসার পর পরিচিতি পায় এই আদিবাসী গ্রামটি যা এখন জনপ্রিয় উইকেন্ড স্টেশন। ওক,পাইন,রডোড্রোন মোড়া রাস্তার দু’ধার।। মেঘ এখানে গাভীর মতো চড়ে, যা মাঝেমাঝেই ঢেকে দেয় কাঞ্চনজঙ্ঘাকে। মধুচন্দ্রিমার জন্যও আদর্শ এই জায়গাটি। লেপচাজগত পাইন ফরেস্ট হোমস্টে মেন রাস্তার ঠিক সামনে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং শহরের দুর্দান্ত ভিউ পাওয়া যায় বলে লেপচাজগত গন্তব্য হিসাবে খুব জনপ্রিয়। আকাশ যদি পরিষ্কার থাকে, রাজকীয় কাঞ্চনজঙ্ঘা আপনাকে নিরাশ করবেনা। পাঁচটি শিখরই দেখতে পাবেন।। বিরল প্রজাতির অর্কিড এর দেখা মিলে এই গ্রামে। বাহারি ফুল ছাড়াও প্রচুর পাখির দেখা মিলে এখানে।
এক মনোরম উপত্যকার শেষ প্রান্তে অবস্থান করছে লেপচাজগৎ। দেবদারু আর ইউক্যালিপটাসের জঙ্গলে ঘেরা। রিসর্টের পথে যখন হাঁটবেন, ঠান্ডা হাওয়া আপনাকে স্পর্শ করে যাবে। নৈঃশব্দ এত গভীর, যা খানিকটা বধিরতার মতো লাগতে পারে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের এই অতিথিশালা ব্রিটিশরা তৈরি করেছিলেন উনিশ শতকে। বিশাল প্রশস্ত চত্বর। ঘর এবং সুইটগুলি ঝকঝকে পরিচ্ছন্ন।
ভ্রমণের সেরা সময়
লেপচাজগতে যাওয়ার সবথেকে উপযুক্ত সময় অক্টোবর থেকে এপ্রিল।
কিভাবে যাবেন
আকাশপথে যেতে গেলে প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামতে হবে। সেখানে থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে লেপচাজগত। এছাডা়ও উত্তরবঙ্গগামী ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে, গাড়িতে নেমে ৯৫ কিলোমিটারের রাস্তা পেরোতে হবে লেপচাজগত যেতে গেলে। আর যাঁরা দার্জিলিং থেকে যেতে চান তাঁদের গাড়িতে ২২ কিলোমিটারের মতো সফর করতে হবে এখানে পৌঁছতে হলে।
কোথায় থাকবেন
থাকার জন্য রয়েছে হোটেল থেকে হোমস্টে সবই পশ্চিমবঙ্গ সরকারের বনদফতরের একটি লজ রয়েছে এখানে। যার ভাড়া সাধারণ মধ্যবিত্তের আওতায়। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বনদফতরের একটি বাংলো। যেখানের ভাড়া মোটামুটি হাজার টাকা থেকে ২ হাজারের মধ্যে। এছাড়াও রয়েছে ‘পাখরিন হোমস্টে’, যেখানে বাড়ির মতো করে থাকা সম্ভব। এই হোমস্টের যোগাযোগ নম্বর-০৯৬১৪২৭০০৪৪। এছাড়াও রয়েছে বহু হোটেল।
বি: দ্র : ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না,চিপস এর প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্হানে ফেলুন।। এই পৃথিবী, আমার, আপনার সুতরাং নিজের দেশ এবং পৃথিবীকে সুন্দর রাখা এবং রক্ষনাবেক্ষনের দায়িত্বও আমার এবং আপনার হ্যাপি_ট্রাভেলিং
ভ্রমণ বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ
Comment (0)