নিরাপদে একা ভ্রমণ কিভাবে করবেন-

নিরাপদে একা ভ্রমণ করার জন্য ভ্রমণকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্রমণ নিরাপত্তা। ভ্রমণে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ  টিপস পড়ে নিতে পারেন। একজন ভ্রমণ সঙ্গী ছাড়া যে কোন স্থানে ভ্রমণ করা আপনার জন্য খুবই উদ্বেগজনক। যে কোন সময় আপনি যে কোন ছোট বা বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। কিন্তু আপনার ভ্রমণ সঙ্গি হিসেবে কয়জন আছেন সেই “সংখ্যা নিরাপত্তা” কিন্তু গুরুত্বপূর্ণ নয়। একা ভ্রমণ করলে ভবিষ্যৎ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাবেন। নিজের প্রতি মনোনিবেশ করার সুযোগ পাবেন। একা ভ্রমণের মাধ্যমে নিজের অনেক গুণ আবিষ্কার করতে পারবেন, যা আপনার কর্মদক্ষতা বাড়িয়ে দেবে বহুগুণে। নতুন অনেক ধরনের অভিজ্ঞতা অর্জনের কারণে ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার দক্ষতা বৃদ্ধি পাবে। একাকী ভ্রমণে নিরাপদ থাকার ভালো উপায় হলো,  ভ্রমণে নিজেকে পর্যটক হিসাবে নিজের দিকে মনোযোগ আকর্ষণ না করা।

একা ভ্রমণের জন্য নিরাপত্তা টিপস

  • বিমানবন্দর থেকে আপনার হোটেল বা শহরের কেন্দ্রে যেতে কতসময় লাগে এবং কত খরচ হতে পারে তা আগেই জেনে রাখুন।
  • একা ভ্রমণে কোথাও যাত্রার পূর্বে বাস, রিক্সা, সিএনজি, অটো রিক্সা বা ট্যাক্সির ভাড়া কত ড্রাইভারকে জিজ্ঞেস করে ঠিক করে নিন।
  • হোটেল বুক করার পূর্বে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন। হোটেল রিভিও, হোটেল এর মান ইত্যাদি সম্পর্কে যাচাই করে নিন। এগুলো আপনি ইন্টারনেট ঘেটেও জানতে পারবেন।
  • সর্বদা নিজের উপর আস্থা রাখুন। নিজের সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দিবেন না। কোন বিষয়ে আস্থা না পেলে সেটা পরিহার করুণ।
  • ভ্রমণে আপনার সঠিক পরিচয় দিন, এবং সব জায়গায় একই পরিচয় দেয়ার চেষ্টা করুণ। এটা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে।
  • রাতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি বন্ধ করুন, পাবলিক প্লেসে থাকার চেষ্টা করুণ।
  • আপনার হাঁটাচলা এবং তাকানোর স্টাইল লোকাল মানুষের মত রাখার চেষ্টা করুণ। যাতে অন্য কেউ সন্দেহ না করতে পারে।
  • ভ্রমণে কোট-টাই, ফর্মাল ড্রেস পরিহার করে টিশার্ট বা খোলা জামাকাপড় পড়ার চেষ্টা করুণ।
  • জাকানাকা জামাকাপড় বা জুয়েলারী পড়ে নিজেকে অন্যের কাছে মনোযোগ আকর্ষণ করবেন না।
  • আপনি একা আছেন কখন কাউকে সেটা বুজতে দিবেন না।
  • “ভাই আমি এখানে নতুন এসেছি, ঐ লোকেশনে কীভাবে যাব?” এই টাইপের কথা বলা যাবে না।
  • ভ্রমণে কোথায় যাচ্ছেন এই বিষয়ে আপনার বন্ধু বা পরিবারের সদস্যের সাথে জানিয়ে যাবেন এবং ফোনে, ভিডিও চ্যাট বা ইমেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করবেন।

ভ্রমণে একাকী খাওয়ার টিপস

ভ্রমণে একাকী খাওয়া দাওয়া করা খুব খারাপ কিছু বা ভয়ের কিছু নয়। তবে ভ্রমণে একাকী খাওয়া দাওয়া করার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অনেক ভ্রমণকারি রয়েছেন বিশেষ করে ব্যবসায় ভ্রমণকারী যারা রয়েছেন তারা একাকী খাওয়াদাওয়া করতে পছন্দ করেন না। তারা সাথে অন্য কাউকে বা অনেক কে সাথে নিয়ে একসাথে খেতে পছন্দ করেন।

একাকী রেস্টুরেন্টে খাওয়ার কিছু নিয়ম

  • রাস্তার পাশের রেস্টুরেন্ট গুলোতে খেতে করেন।
  • খাওয়ার পূর্বে অবশ্যই রেস্টুরেন্ট এর খাবার তালিকা এবং মূল্য দেখে নিবেন।
  • খাওয়ার সময় অনেকেই মোবাইল ব্যাবহার করতে থাকেন, সেই সময় আপনার পাশে রাখা আপনার ট্রাভেল ব্যাগটি গায়েব হয়ে যেতে পারে। তাই, খাওয়া এবং মোবাইল ব্যাবহারের পাশাপাশি ব্যাগ এর দিকেও লক্ষ্য রাখুন।
  • অনেকে রেস্টুরেন্টে ঢুকেই আগে মোবাইল চার্জ দেন এবং খাওয়া দাওয়া শেষে মোবাইল নিয়ে আসতে ভুলে যান। এটা মোটেও করা যাবে না। একেবারে প্রয়োজন ছাড়া রেস্টুরেন্টে মোবাইল চার্জ না দেয়াই ভালো।
  • যে রেস্টুরেন্টে খেতে ঢুকছেন সেটার খাবারের মান ভালো কিনা যাচাই করে নিন।
  • রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হওয়ার সময় ব্যাগ সাথে রাখুন অথবা রেস্টুরেন্ট ম্যানেজার এর কাছে রেখে যেতে পারেন।
  • রেস্টুরেন্ট এর ওয়াশরুমে কতটুকু প্রাইভেসি রয়েছে সেটা লক্ষ্য রাখুন।

সবাইকে বিশ্বাস করুণ আবার কাউকে না

একা ভ্রমণের সেরা কারণগুলির মধ্যে একটি হল নতুন লোক বা বন্ধুদের সাথে দেখা করা, কিন্তু এটি আপনাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারে।

নতুন বন্ধুদের সাথে Hangout করেন, ভ্রমণ করেন ঠিক আছে তবে আপনি তাদের কে কখনো এটা বলবেন না যে, আমি এখন টাকা দিচ্ছি, তুমি দিও না বা পড়ে দিও। কারন, অর্থ যার কাছে থাকে তার কথাই বলে। আপনি বিপদে পরলে তারা আপনাকে সাহায্য নাও করতে পারে। কারন, অনেক বাটপার আছে যাদের কথা শুনে প্রথমে আপনার মনেই হবে না যে এরা আপনার কোন ক্ষতি করতে পারে। মিষ্টি মধু মাখানো কথায় কখনো কান দেয়া যাবে না। নিজের উপর সব সময় আস্থা রাখতে হবে।

বি: দ্র : ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না,চিপস এর প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্হানে ফেলুন।। এই পৃথিবী, এই দেশ আমার, আপনার সুতরাং নিজের দেশ এবং পৃথিবীকে সুন্দর রাখা এবং রক্ষনাবেক্ষনের দায়িত্বও আমার এবং আপনার।। হ্যাপি_ট্রাভেলিং

ভ্রমণ বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ